সীমান্ত হত্যাকাণ্ডে উদ্বিগ্ন বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
দক্ষিণাঞ্চল ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। সীমান্তে একজন নাগরিকও যেন মৃত্যুর সম্মুখীন না হয় সে ব্যাপারে এরই মধ্যে ঢাকা থেকে নয়াদিল্লিকে বার্তা দেওয়া হয়েছে।
গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আবুধাবি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ভারত-বাংলাদশ সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের জন্য উভয় দেশের বর্ডার গার্ডের মধ্যে বৈঠক হয়েছে। তারা এ হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপও নিয়েছে, তবুও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে।
ভারতে রাইসিনা ডায়লগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশ না নেওয়ার প্রসঙ্গে এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের প্রতিমন্ত্রী সেখানে যেতে পারবেন না, এটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে ইন্ডিয়ার গণমাধ্যম একটু বেশি বেশি করছে। আমরা তো কোনো কিছুই বলছি না। ভরতের সাথে আমাদের সম্পর্ক ভালোই রয়েছে।