সিরাজগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ভ্যান চালকের প্রাণ গেছে।
রোববার ভোরে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহমেদ জানান।
নিহত তারা তালুকদার (৪৭) কামারখন্দ উপজেলার জামতৈল মধ্যপাড়া গ্রামের মোজাম তালুকদারের ছেলে।
স্থানীয়রদের বরাতে ওসি বলেন, “শনিবার রাতে তিন ছিনতাইকারী যাত্রী হয়ে তারার ভ্যানে ওঠেন। এক পর্যায়ে ওই তিনজন তারাকে ছুরিকাঘাত করে হত্যার পর ভ্যানটি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে।”
এ সময় স্থানীয়রা টের পেয়ে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় খবর দেয়। পরে দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং তাদের আটক করে বলে ওসি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।