April 23, 2024
আন্তর্জাতিক

কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৪

দক্ষিণাঞ্চল ডেস্ক
কলম্বিয়ার মেটা প্রদেশে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ডিসি-৩ উড়োজাহাজটি থেকে বিপদের বার্তা দিয়ে একটি কল আসার পর সেটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে সিভিল অ্যারোনটিক্সের বিশেষ প্রশাসনিক ইউনিট; খবর বার্তা সংস্থা রয়টার্সের।
লেজার আয়রেয়ো এয়ারলাইন্সের এই উড়োজাহাজটি দক্ষিণাঞ্চলীয় শহর সান হোসে দেল গুয়াভিয়ারে থেকে মধ্যাঞ্চলীয় ভিয়াভিসেন্সিওতে যাচ্ছিল বলে জানিয়েছে সংস্থাটি।
উড়োজাহাজটি ফ্লাইটের মাঝপথে সান কার্লোস দে গুয়ারোয়া পৌরসভায় বিধ্বস্ত হয়।
তাৎক্ষণিকভাবে এয়ারলাইনটি কোনো মন্তব্য না করলেও পরে টুইটারে দেওয়া এক বিবৃতিতে নিহত আরোহীদের নাম প্রকাশ করে। নিহতদের মধ্যে দেশটির বাউপেস প্রদেশের ছোট একটি শহরের এক মেয়রও রয়েছেন।
উড়োজাহাজটির উড্ডয়ন সক্ষমতার অনুমতি ও এর ক্রুদের স্বাস্থ্যগত ছাড়পত্র হালনাগাদ ছিল বলে এয়ারলাইনটি জানিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *