সিভিল সার্জনের কাছে আইইবি’র ১১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান
খবর বিজ্ঞপ্তি
সাম্প্রতিক সময়ে খুলনা অঞ্চলে কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে। মানবিক এই বিপর্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রমকে গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর নির্বাহী কমিটির পক্ষ থেকে খুলনা অঞ্চলে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের অক্সিজেন সংকট দূর করতে রবিবার খুলনা সিটি কর্পোরেশনের পক্ষে প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না এর মাধ্যমে ১১টি অক্সিজেন সিলিন্ডার খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এর কাছে হস্তান্তর করা হয়।
এসময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর পক্ষে আইইবি খুলনা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্্ পিইঞ্জ, ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী সোবহান মিয়া, প্রফেসর ড. প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, সম্মানী সম্পাদক প্রকৌশলী হুসাইন মুহাম্মাদ এরশাদ, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার ড. প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন ও কাউন্সিল মেম্বার প্রকৌশলী এমডি কামাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার, রোগ নিয়ন্ত্রণ ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়