April 26, 2024
আন্তর্জাতিককরোনা

সিনোফার্মের করোনা ভ্যাকসিন শর্তসাপেক্ষে অনুমোদন দিল চীন

শর্তসাপেক্ষে চীন সাধারণ মানুষের ওপর করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে। ভ্যাকসিনটি তৈরি করেছে বেইজিং বায়োলজিকাল প্রোডাক্ট ইনস্টিটিউট

এটি সিনোফার্মের সহায়ক সংস্থা চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) একটি ইউনিট।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চীনের ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, চীন শর্তসাপেক্ষে সাধারণ মানুষের ওপর সিনোফার্মের তৈরি করা করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে।

ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা জং ইশিন ব্রিফিংয়ে বলেন, আমরা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন নিজেদের সুরক্ষিত রাখতে ভ্যাকসিন নেন। একইসঙ্গে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে যেন উৎসাহ দেন পরিবারের সদস্য এবং অন্যদেরও।

সংযুক্ত আরব আমিরাতে গণহারে করোনা ভ্যাকসিনের প্রয়োগের পর সিনোফার্ম উদ্ভাবিত ভ্যাকসিন প্রয়োগে শর্তসাপেক্ষে অনুমোদন দিল চীন। এদিকে সিনোফার্মের কাছ থেকে ১২ লাখ ডোজ টিকা কেনার বিষয়ে চুক্তি সই করেছে পাকিস্তান।

সিনোফার্মের ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে সিএনবিজি বুধবার (৩০ ডিসেম্বর) জানিয়েছিল, তাদের ভ্যাকসিন ৭৯.৩৪ শতাংশ কার্যকর।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *