April 28, 2024
জাতীয়

সাড়ে ৫ হাজার টাকার বই সাড়ে ৮৫ হাজারে কেনার তদন্ত হচ্ছে

দক্ষিণাঞ্চল ডেস্ক

মেডিকেল কলেজের জন্য বই কেনায় যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্ত শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ গতকাল শনিবার এতথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সরকারি মেডিকেল কলেজগুলোর বই কেনার ক্ষেত্রে ৫ হাজার ৫০০ টাকার বই ৮৫ হাজার ৫০০ টাকায় কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য আবাসন প্রকল্পে বালিশসহ বিভিন্ন সামগ্রী কেনায় অনিয়মের বিষয়টি প্রকাশ পাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের বই কেনায় অনিয়মের খবর গণমাধ্যমে আসার পর ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘বালিশ চুরির চেয়ে বড় চুরি এটা’।

বিষয়টি নিয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আজাদ বলেন, আমরা একটি তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছি। রবিবার অফিস খুললেই তা করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *