সাবেক হুইপ আশরাফ হোসেন আর নেই
দ. প্রতিবেদক : সাবেক হুইপ ও শ্রমিকনেতা মো. আশরাফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন।
শনিবার (১৮ জুলাই) ভোররাত ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হুইপ আশরাফ হোসেন দেশের প্রখ্যাত শ্রমিকনেতা ছিলেন। তিনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন। এক সময়ের এ বিএনপি নেতা খুলনা-৩ আসনের চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। হুইপ হিসেবে তিনবার জাতীয় সংসদে দায়িত্ব পালন করেন। বিএনপির সংস্কারপন্থী হওয়ায় অভিযোগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হন। ১/১১-এর পর তিনি বিএনপি থেকে সরে আসেন। এরপর রাজনীতি থেকেই নিজেকে গুটিয়ে রাখেন।
পারিবরিক সুত্রে জানাযায়, শনিবার যোহর বাদ তার নামাজে জানাজা রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লাায় বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ