সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুতে তেরখাদায় দোয়া অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
তেরখাদায় গতকাল বুধবার জোহর নামায বাদ উপজেলা জামে মসজিদে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সরদার মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও জেলা যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের পরিচালনায় সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, সাচিয়াদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাসমত আলী, ছাগলাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস মোল্যা, বারাসাত ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রহমত হোসেন, তেরখাদা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোল্যা মাহাবুব হোসেন, মোঃ রহমত আলী, মোঃ খালিদ শেখ, শাহ মিরাজ কায়নাত, ফিরোজ বিশ্বাস, পরিতোস কুমারসহ স্থানীয় জাতীয় পার্টির তৃণমূল নেতা কর্মীবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিন।