সাবেক এমপি ডালিমের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম গত ১৪ জানুয়ারি ঢাকা সিএিমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু, গৌরাঙ্গ প্রসাদ রায়, শেখ মিজানুর রহমান, মনির আহমেদ, খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, নারায়ণ সাহা, আমিরুল ইসলাম, শেখ সাহিদুর রহমান, মনিরুজ্জামান, সন্দীপন রায়, রেজাউল করিম খোকন, কৌশিক দে বাপী, আঃ হামিদ মোড়ল, মোঃ আলাউদ্দিন, মনির হোসেন, আরিফুর রহমান বিপ্লব, আনোয়ার হোসেন, এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, অজয় দে, বাবুল আখতার, হাফিজুর রহমান, গৌরী মণ্ডল প্রমুখ।