April 24, 2024
আঞ্চলিক

খুবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন আজ

খবর বিজ্ঞপ্তি

আজ বৃহস্পতিবার দুপুর ১.৩০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ফার্মেসী ডিসিপ্লিন এবং ফাইটোকেমিক্যাল সোসাইটি অব ইউরোপের আয়োজনে ‘ন্যাচারাল প্রোডাক্টস ফর হেল্দি লিভিং’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন।

সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। চিফ প্যাট্রন হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যুক্তরাজ্যের জন মুরস বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী এবং বায়োমলিকুলার সায়েন্স স্কুলের পরিচালক ও ইউরোপের ফাইটোকেমিক্যাল সোসাইটির (পিএসই) সভাপতি প্রফেসর সত্য সরকার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফার্মেসী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাস। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১০টি দেশের প্রতিনিধিগণ এই সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *