January 30, 2026
আঞ্চলিক

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ টাকার মালামাল জব্দ

 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৭ হাজার ৪০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। শনিবার ভোরে সাতক্ষীরার চান্দুড়িয়া, হিজলদি, মাদরা, ঝাউডাঙ্গা, কাকডাঙ্গা ও বাঁকাল সীমান্তে অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় তালা চাবি, শাড়ী, গরু, বাই সাইকেল, চা পাতা ও কাপড়ের জুতা।  তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন চান্দুড়িয়া, হিজলদি, মাদরা, ঝাউডাঙ্গা, কাকডাঙ্গা ও বাঁকাল সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল গুলো জব্দ করে। জব্দকৃত এ সব মালামালের মূল্য ৩ লাখ ৭ হাজার ৪০০ টাকা বলে বিজিবি আরো জানায়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *