May 18, 2024
আঞ্চলিক

সাতক্ষীরায় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে খুলনা বিএনপির ত্রাণ বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘূর্ণিঝড় আম্ফানে সাতক্ষীরায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে গতকাল রবিবার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন ও বিশুদ্ধ খাবার পানি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণের কথা ছিল। কিন্তু তার সহধর্মিণী মানবাধিকার সংগঠক এ্যাডঃ সৈয়দা সাবিহা করোনা পজেটিভ হওয়ায় পরিবারসহ আইসোলেশনে থাকায় নজরুল ইসলাম মঞ্জু ত্রাণ কার্যক্রমে উপস্থিত থাকতে পারেননি।

এদিন সকাল ১০টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ও গাবুরায় চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনা জেলা ও মহানগরের পক্ষে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। গত ১২ জুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের ত্রান সামগ্রী আশাশুনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের নিকট হস্তান্তর করা হয়। এর আগে গত ৩ জুন আম্পানে কয়রায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহŸায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, মহানগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, ত্রান বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় থাকা মহানগর জাসাসের আহŸায়ক মেহেদি হাসান দিপু, শ্যামনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, চেয়ারম্যান মাসুদুল আলম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু, মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল, মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য এ্যাড, আব্দুস সালাম, সাতক্ষীরা জেলা যুবদল নেতা হাসান শাহরিয়ার রিপন, শ্যামনগর উপজেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান আজিবর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুজ্জামান, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি নেতা জামিরুল ইসলাম বাবু, আব্দুর রশিদ, মফিজুর রহমান, আকতার ফারুক, গাবুরা ইউনিয়ন বিএনপি নেতা খায়রুল ইসলাম মিলন, মাসুদ রানা, আবু হানিফ সুমন, আব্দুস সালাম, জি এম কওসার আলি, মোস্তাফিজুর রহমান রিপন, মেহেদি হাসান টুটুল, শাহাজাহান সিরাজ, আমিনুর রহমান প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *