January 21, 2025
আঞ্চলিক

সাতক্ষীরায় অস্ত্র ও মাদকসহ আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যাবসায়িসহ তিনজনকে আটক করেছে। এ সময় একটি একনলা বন্ধুক, ২০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে শ্যামনগর ও সাতক্ষীরা সদর উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক তিন জন হলেন, শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের অস্ত্র ব্যাবসায়ী শরীফুল ইসলাম মিঠু, সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মাদক ব্যাবসায়ী নাছিম গাজী ও মধুমল্লাডাঙ্গি গ্রামের আলমগীর হোসেন।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অস্ত্র কেনাবেচার সময় একনলা বন্ধুকসহ উক্ত শরিফুল ইসলামকে আটক করা হয়। তিনি আরও বলেন, ডিবির অপর একটি টিম শহরের ইটাগাছা ও মধুমোল্লারডাঙ্গি মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সদর হাসপাতাল মোড় থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আলমগীরকে ও ইটাগাছা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ নাছিমকে আটক করা হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *