May 20, 2024
আঞ্চলিক

নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

দ: প্রতিবেদক

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা’র ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে আনুষ্ঠানিকভাবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা’র অধ্যক্ষ ক্যাপ্টেন এম কামাল নাসের (এনডি) পিএসসি বিএন’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি।

নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা’র শিক্ষার্থীদের মধ্যে গত ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সোমবার সমাপ্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে শিক্ষার্থীরা ৭ মার্চের ভাষণসহ বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ কিছু মুহুর্ত দর্শকদের সামনে তুলে ধরেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিরতত করেন। অনুষ্ঠানে নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *