April 26, 2024
জাতীয়লেটেস্ট

সাজেকের পথে পাহাড় ধস, আটকা হাজারও পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে পড়েছে। এতে সাজেকে আটকা পড়েছেন অনেক পর্যটক।

বুধবার (০৫ অক্টোবর) সকালে হঠাৎ করে সাজেকের নন্দ রামপাড়ায় রাস্তার ওপর একটি পাহাড় ধসে পড়ে। এতে পর্যটকবাহী যানসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যান চলাচল স্বাভাবিক করতে বুধবার সকাল থেকে সেনাবাহিনী পাহাড়ের মাটি সরাতে কাজ করছে। কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে পাহাড় ধসের কারণে পূজার ছুটিতে সাজেকে যাওয়ার সময় এবং সাজেকে বেড়ানো শেষে ফেরার সময় পর্যটকরা আটকা পড়েছেন।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার দুপুরে বলেন, মঙ্গলবার রাতে বাঘাইছড়িতে ভারী বৃষ্টিপাত হয়েছিল। যে কারণে সাজেকে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ইউএনও আরও বলেন, সড়ক থেকে মাটি সরাতে কাজ করছে সেনাবাহিনী। কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করা যাবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *