December 21, 2024
আঞ্চলিক

সাংবাদিক শেখ বেলালের রুহের মাগফিরাত কামনায় এমইউজে’র দোয়া

খবর বিজ্ঞপ্তি

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি ও খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দীনের ১৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাগফিল অনুষ্ঠিত হয়েছে। এমইউজে খুলনার উদ্যোগে গতকাল বুধবার জোহরবাদ নগরীর বড়মির্জাপুর রোডস্থ ইউসুফিয়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ আলী বিশ্বাস।

দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কালাম আজাদ ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট এসএম শফিকুল আলম মনা। ধন্যবাদ জ্ঞাপন করেন এমইউজের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী।

এছাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিউল ইসলাম টুটুল, সৈয়দ তারিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনির উদ্দিন আহমেদ, সহ-সম্পাদক আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, আবুল হাসান শেখ, মো. সাইফুল্লাহ বাবু, ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পু, মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও এডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, উন্নয়ন কমিটির হাফিজ মাহমুদ স্বপন, কবি ও প্রাবন্ধিক নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, সরদার জাফর আলী, মো. আসাদুল্লাহ, খোদা বকস, মো. ইব্রাহিম হোসেন, মো. মেহেদী হাসান রম্মান, ইমরান হোসেন, আরমান খানসহ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *