সাংবাদিক রীতা রানী’র স্বামীর শেষকৃত্য সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য, দৈনিক কালবেলা পত্রিকার ব্যুরো প্রধান রীতা রানী দাস এর স্বামী ও সাবেক ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ কুমার মন্ডল (৪৫) এর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরের পর নগরীর রূপসা মহাশ্মশানে সকল প্রস্তুতি শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেইউজে’র সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অসিত বরণ বিশ্বাস, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, সাবেক ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান, শেখ মো. আবু হানিফ, চৌধুরী রায়হান ফরিদ, মামুন কবির কচি, সাংবাদিক নেতা মো. শাহ আলম, মহেন্দ্রনাথ সেন, ওয়াহেদ উজ্জামান বুলু, আসাদুজ্জামান রিয়াজ, জয়নাল ফরাজী, আমিরুল ইসলাম, সুনীল দাস, দিলীপ বর্মণ, উত্তম সরকার, শরিফুল ইসলাম বনি, সেলিম আহমেদ, সাগর সরকার, হাসান আল মামুন প্রমুখ।
এদিকে সাংবাদিক রীতা রানী দাসের স্বামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
অনুরূপ শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন-সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ