সাংবাদিক নাদিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
দ. প্রতিবেদক
দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন’র স্টাফ রিপোর্টার ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য তরুণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. নাদিম উল আলম এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
নাদিম উল আলম ২০১৫ সাল থেকে দক্ষিণাঞ্চল প্রতিদিন এ ‘স্টাফ রিপোর্টার’ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক জন্মভূমি ও রাজপথের দাবি পত্রিকায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি খুলনা বেতারে একটি ডকুমেন্টারী অনুষ্ঠানের রিপোর্টার, উপস্থাপক ও পরিচালক ছিলেন। তিনি অনেক মঞ্চ নাটকে অভিনয় করেছেন। নির্দেশনা দিয়েছেন শিশুতোষ নাটকের। ২০০৩ সাল থেকে তিনি শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছেন ‘খুলনা শিশু মঞ্চ’ নামক এক প্রতিষ্ঠান, যেখানে শিশুদের নিয়ে তিনি শিক্ষামূলক কাজ করতেন।
এদিকে তার রুহের মাগফিরাত কামনায় আজ মঙ্গলবার বাদ এশা দক্ষিণাঞ্চল প্রতিদিন কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবারের উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।