May 9, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

সাংবাদিক ছাঁটাই বন্ধ ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে : কেইউজে

খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ বলেছেন, করোনাভাইরাসের এই দুর্যোগের মধ্যে দেশব্যাপী বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া থেকে গণহারে সাংবাদিক ছাঁটাই করা হয়েছে। যা খুবই অমানবিক। করোনাকালে সাংবাদিকরা ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে মাঠে থাকলেও তাদের অনেকে ঠিকমতো বেতন পাচ্ছেন না, তার মধ্যেই ছাঁটাই করার কারণে সাংবাদিকরা কঠিন পরিস্থিতির মুখে পড়ছেন। এমতাবস্থায় অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধ করার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় দেশব্যাপী কঠিন কর্মসূচি দেওয়া হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরও নবম ওয়েজ বোর্ড গঠনে বিলম্ব করে সাংবাদিকদেরকে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে। এটা মোটেও শুভ হবে না। নবম ওয়েজবোর্ড ঘোষণা করতে বিলম্ব করা হলে সাংবাদিকরা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে দেশব্যাপী গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের প্রতিবাদে এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, সাংবাদিক নেতা মল্লিক সুধাংশু, মো. শাহ আলম, মোজাম্মেল হক হাওলাদার, মো. হুমায়ুন কবীর, মহেন্দ্র নাথ সেন, এস এম ফরিদ রানা, নেয়ামুল হোসেন কচি, জয়নাল ফরাজী, নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স, বিমল সাহা, কৌশিক দে বাপী, আসাদুজ্জামান রিয়াজ, আবু হেনা মোস্তফা জামাল পপলু, সুনীল দাস, মো. জাহিদুল ইসলাম।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল মতিন, আনোয়ারুল ইসলাম কাজল, ওয়াহেদ উজ জামান বুলু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আমিরুল ইসলাম, দেবব্রত রায়, বাপ্পী খান, এস এম কামাল হোসেন, দেবনাথ রণজিৎ কুমার রণো, তিতাস চক্রবর্তী, মিলন হোসেন, জাহাঙ্গীর আলম, বাবুল আক্তার, আবু সাঈদ, হাসান আলম মামুন, সাগর সরকার, এস এম মনিরুজ্জামান, শেখ আব্দুল্লাহ, দিলীপ বর্মণ, রীতা রানী দাস, আসাফুর রহমান কাজল, হাসানুর রহমান তানজির, শেখ আঃ হামিদ, শরিফুল ইসলাম বনি, আবুল বাশার, আব্দুস সাত্তার, শেখ জাহিদুল ইসলাম, এস এম বাহাউদ্দিন, তুফান গাইন, সোহেল রানা, হেলাল মোল্লা, সাংবাদিক শেখ মো. সেলিম প্রমুখ।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দ কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আগামী ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *