November 25, 2024
জাতীয়লেটেস্ট

সাংবাদিকদের ওপর হামলা: আইনের আওতায় আনার দাবি ডিইউজের

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ আশরাফুল ইসলামসহ সংগঠনের সদস্যদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (১২ ডিসেম্বর) সংগঠনের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর একটি চক্র ধারাবাহিকভাবে আক্রমণ চালাচ্ছে। আইনের ফাঁকফোকরে ওই সব হামলাকারীরা পার পেয়ে যাওয়ায় বার বার ঔদ্ধত্য দেখানোর দুঃসাহস পেয়েছে। সাংবাদিক ও সংবাদমাধ্যমকে আক্রমণকারী চক্রের সকল অশুভ ও অসাধু ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নেতারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য, রাজধানীর নর্দার কালাচাঁদপুর এলাকায় সোমবার দুর্বৃত্তদের হামলার স্বীকার হন ঢাকা সংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ও ঢাকা সংবাদিক ইউনিয়নের সদস্য অমিতাভ রহমান, মনসুর আহমদ, সোহেল রানা ও নির্মল কুমার বর্মণ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *