May 2, 2024
আঞ্চলিক

সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে : কেএমপি কমিশনার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তামূলক ডিউটিতে মোতায়েনকৃত আনসার ও পুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ৯টায় বয়রাস্থ পুলিশ লাইন্সে আজকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তামূলক ডিউটিতে মোতায়েনকৃত আনসার ও পুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং করেন কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক।
ব্রিফিংয়ে পুলিশ কমিশনার নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে বলেন, জনগণকে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে কৌশল, সহনশীলতা ও বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, বলেন, ভোটকেন্দ্রে নিয়োজিত অফিসার ও ফোর্সগণের সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং সকল নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।

ব্রিফিং শেষে কেএমপি কমিশনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন।

বিশেষ নির্বাচনী বিফ্রিংয়ে কেএমপি’র অতিরিক্ত কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি রাশিদা বেগম, ডেপুটি কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি বি এম নুরুজ্জামান, ডেপুটি কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) অতিরিক্ত ডিআইজি এম এম শাকিলুজ্জামান, ডেপুটি কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, ডেপুটি কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, ডেপুটি কমিশনার (সোয়াট) মোঃ মারুফাত হুসাইন, অতিরিক্ত ডেপুটি কমিশনার (সদর) পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, অতিরিক্ত ডেপুটি কমিশনার (দক্ষিণ) এ জেডএম তৈমুর রহমান, অতিরিক্ত ডেপুটি কমিশনার (ট্রাফিক) মুহাম্মদ মহিদুর রহমান, সহকারি কমিশনার পদমর্যাদার অফিসারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: