January 20, 2025
আঞ্চলিকলেটেস্ট

সরকারী নির্দেশনা মেনে পাটকলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে : সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল শনিবার দুপুরে নগরভবনের জি আই জেট মিলনায়তনে খুলনাঞ্চলের পাটকল সমূহের সিবিত্র ও নন সিবিত্র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় পাটকল শ্রমিক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সভায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরকারী নির্দেশনা অনুযায়ী খুলনার সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা হবে। সরকার সারা দেশের শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পঞ্চাশ শতাংশ নগদ এবং বাকি অর্ধেক মুনাফাভিত্তিক সঞ্চাপত্রের মাধ্যমে পরিশোধ করা হবে। সিটি মেয়র বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে মানবতার মা হিসেবে অভিহিত করে বলেন তিনি সব সময় শ্রমজীবি মানুষের কল্যাণে নিবেদিত। শ্রমিকদের বৃহত্তর স্বার্থেহ তিনি পাটকল গুলো আপাত বন্ধ ঘোষনা করেছেন। এ জন্য মিলগুলো সাময়িক বন্ধ থাকবে বটে। তবে অচিরেই তা সুষ্ঠু ব্যবস্থাপনায় সুপরিকল্পিত ভাবে চালু করা হবে। তখন কর্মহীন সক্ষম শ্রমিকদের নিয়োগ দান করা হবে। সিটি মেয়র বলেন বর্তমান সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুপরিকল্পনার কারনেই দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত হচ্ছে। দেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে প্রধান মন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে।
সভায় সিটি মেয়র আরোও বলেন, সরকার এবং প্রাইভেট পাবলিক পাটনারশিপ (পিপিপি) এর মাধ্যমে মিলগুলো চালু থাকবে। পিপিপি’র আওতায় মিল গুলিকে আধুনিকায়ন করে আবারো উৎপাদনমুখী করা হবে। সক্ষম ও সুস্থ্য শ্রমিক গণ পাটকলে চাকুরীর সুযোগ পাবেন। শ্রমিকদের গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ চাকুরিবিধি অনুযায়ী পরিশোধ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামীলীগ নেতা মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম বাশার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্রিসেন্ট জুটমিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দীন ইসলাম, সাবেক সভাপতি মোঃ মুরাদ হোসেন, সাবেক সভাপতি মোঃ আবু জাফর আলী, পিজেজেএম লিঃ এর সভাপতি সাহানা শারমীন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীর, আলীম জুটমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটু, দৌলতপুর জুটমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন, ইষ্টান জুটমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলাউদ্দিন, শ্রমিক নেতা মোঃ খলিলুর রহমান, মোঃ সোহরাব হোসেন, মোঃ আব্দুল হাদী সরদার, মোঃ কওছার আলী মৃধা, মোঃ মিন্টু মিয়া, মোঃ শামসুল হক, মোঃ আয়ুব আলী, মোঃ গাজী জাহিদুল, মোঃ মোল্লা মিজানুর রহমান, মোঃ সোবাহান, মোঃ মিজানুর রহমান, মোঃ আল মামুন, মোঃ মতিয়ার, হাফেজ আব্দুল ছালাম, মোঃ ইসমাইল হোসেন, আবুল হোসেন হারুন, গাজী রফিকুজ্জামান, মতিয়ার রহমান প্রমুখ বক্তিতা করেন ও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *