April 24, 2024
আঞ্চলিক

সরকারি সুবিধার দাবিতে নগরীতে মডেল স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন

 

দ: প্রতিবেদক

সরকারি সুবিধা পাওয়ার দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে এ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কমসূচি পালন করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন এ আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা জানায়।

একাদশ শ্রেণির শিক্ষার্থী শিমন ইসলাম জানান, ২০১৭ সালে সরকারিকরণ করা হলেও বেতন নেয়া হচ্ছে প্রতি মাসে ৫০০ টাকা করে। অথচ নগরীর সকল কলেজ বেতন মাত্র ২৫ টাকা। সরকারি কলেজ হলেও বেতন কেন বেসরকারিভাবে নেওয়া হবে। এ জন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত  প্রতিদিন এ আন্দোলন চলবে বলে শিক্ষাথীরা জানান।

এ সময় মানববন্ধন ও সমাবেশে কিছু অভিভাবকদের অংশ নিতে দেখা যায়। শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চলাকালে পুলিশের উপস্থিতি থাকলেও কোনপ্রকার উত্তেজনা দেখা যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *