December 27, 2024
জাতীয়

সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মাদক : স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক
মাদক নির্মূলে সরকার প্রয়োজনীয় সবই করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মাদক। গতকাল শনিবার ঢাকা অফিসার্স ক্লাবে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের দেশে মাদক তৈরি হয় না, কিছু অসাধু ব্যক্তি মাদক চোরাচালানে জড়িত। মাদকের বিরুদ্ধে যথাযথ ভূমিকা রাখতে ব্যবসায়ীদের প্রতি আহŸান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ, যা বাংলাদেশে বিদ্যমান। ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্ত ও নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারেন সে পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। বর্তমানে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে রপ্তানি করছে।
ব্যবসা স¤প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সার্বিক সহযোগিতা দিতে প্রধানমন্ত্রী সচেষ্ট বলেও জানান কামাল। অনুষ্ঠানে সংসদ সদস্য আবু হোসেন বাবলা, সালাম গ্র“পের চেয়ারম্যান আব্দুস সালামসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *