পাইকগাছার ব্যবসায়ী পল্টুর ছাদে ড্রাগন চাষ; বাণিজ্যিক সম্ভাবন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় প্রথম বারের মতো ছাদে ড্রাগন চাষ করে সফল হয়েছেন ব্যবসায়ী সাইদুর রহমান পল্টু। ব্যবসায়ী পল্টুর সফলতা দেখে অনেকেই ছাঁদে ড্রাগন চাষের আগ্রহ প্রকাশ করছে। অপরদিকে বাণিজ্যিক ভিত্তিতে ছাঁদে ড্রাগন চাষের সম্ভবনা দেখছেন সংশ্লিষ্ট স্থানীয় কৃষি বিভাগ।
পাইকগাছা পৌরসভার ৮ নং ওয়ার্ড বাতিখালী গ্রামের মৃত আব্দুর রহমান মিস্ত্রীর ছেলে ব্যবসায়ী সাইদুর রহমান পল্টু দুই বছর আগে তার নিজস্ব মার্কেটকাম বাসভবনের ছাঁদে শখের বসে ড্রাগন চাষ শুরু করেন। পল্টু মুলত একজন সফল মৎস্য ব্যবসায়ী। তিনি শখ হিসেবে দীর্ঘদিন কবুতর পালন করে আসছেন। কবুতরের ন্যায় ২ বছর আগে কয়েকটি ড্রাগনের ডাল সংগ্রহ করে ছাঁদে চাষ শুরু করেন। এক পর্যায়ে তিনি ১০/১৫টি হাফ ড্রামে মাটি দিয়ে সেখানে বর্ধিত আকারে ড্রাগন চাষ করেন। বর্তমানে চাষ করা ড্রাগনের ডালপালা ছড়িয়ে যাওয়ায় ছাঁদের ওপর তিনি বাঁশের মাচা করে দিয়েছেন। প্রতিদিন তিনি ড্রাগনের নিবিড় পরিচর্যা ও যত্ন নিয়ে থাকেন। গত ৬ মাস আগে ফল ধরা শুরু করেছেন এবং বর্তমানে তার প্রতিটি গাছে ফল ধরেছে। উৎপাদিত ফল তিনি পরিবারের জন্য ফল হিসেবে ব্যবহার করেন। পাশাপাশি আত্মীয় স্বজন ও পরিচিত পরিজনদের মাঝে সরবরাহ করে থাকেন।
ড্রাগন চাষ প্রসঙ্গে পল্টু জানান, প্রথমে আমি শখের বসে ড্রাগন চাষ শুরু করেছিলাম। ফলন ভাল হওয়ায় এখন আরো বর্ধিত পরিসরে চাষ করার পরিকল্পনা নিয়েছি। এ ব্যাপারে কৃষি বিভাগ আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানান, ছাঁদ কৃষি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে উপজেলা পর্যায়ে একক ড্রাগন চাষ খুব কম দেখা যায়। ড্রাগন খুবই পুষ্টিকর এবং বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। কম পরিচর্যার প্রয়োজন হয় এবং বাজার মূল্য বেশি হওয়ায় ছাঁদে বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন চাষের অনেক সম্ভবনা রয়েছে। পল্টুকে অনুসরণ করে বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন চাষে অনেকেই এগিয়ে আসবেন এমন আশাবাদ ব্যক্ত করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নবাগত এ কর্মকর্তা।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ