January 20, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণদের কাজ করতে হবে : বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার বর্গের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে স্মরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ২৪নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে নগরীর নিরালা মোড়ে ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন আসাদুর রহমান কাঞ্চন শিকদার।
স্মরণ সভায় এমডিএ বাবুল রানা বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী সম্পন্ন করছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কাজ করতে হবে। এই জন্য তরুন সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। সমাজ থেকে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু হটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুনদের কাজ করতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন সদর থানা আ’লীগের সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সাবেক নেতা শেখ সিদ্দিকুর রহমান, মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, ২৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি, মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক, আতাউর রহমান শিকদার রাজু, আনিসুর রহমান, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমিন উকিল, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কে এম শাহীন হাসান, মুশফিকুর রহমান সাগর, রাশেদুজ্জামান রিপন, ইলিয়াস হোসেন লাবু, মাছুম উর রশিদ, ইব্রাহীম হাওলাদার তপু, অভিজিৎ পাল, জব্বার আলী হীরা, জহির আব্বাস, তানজীর রহমান ঊষান, মেহেদী হাসান, ইয়াসিন আরাফাত, মাহামুদুল হাসান রাজেস, হিরন হাওলাদার, মোক্তাজুল ইসলাম সোহাগ, সাগর মজুমদার, শাকিল খান, মুক্তাজুল ইসলাম সোহাগ, হিমু চৌধুরী, শরীফ মোঃ ফোরকান, মনিরুল ইসলাম সোহাগ, শাকিল আহমেদ নাসির প্রমুখ।
স্মরণ সভা শেষে ১৫ই আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ এবং ২১ আগষ্ট আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান-সহ নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নিরালা কবর খানা জামে মসজিদের ইমাম মুফতি মোঃ ওলিউল্লাহ দোয়া পরিচালনা করেন। এ সময় নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের মাতা রিজিয়া বেগমের সুস্থতা কামনা করা হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *