May 9, 2024
আঞ্চলিক

সন্ত্রাসীদের হাত থেকে জমি রক্ষার দাবি কয়রার আব্দুল জলিলের

 

দ: প্রতিবেদক

খুলনা জেলার কয়রা উপজেলার ১ নম্বর কয়রা উপজেলা এলাকায় অবৈধভাবে জমি দখল চেষ্টা ও জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোঃ আব্দুল জলিল। গতকাল মঙ্গলবার বিকালে খুলনা প্রেসক্লাবের সাহাবুদ্দিন আহমেদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, আমি ২০০০ সালে ১ নম্বর কয়রা এলাকায় রাস্তার পাশে সাড়ে ১৬ শতক জমি ক্রয় করে সেখানে কিছু স্থাপনা নির্মান করি। এখনও সেই জমির মধ্যে প্রায় সাড়ে ৫ শতক জমি ফাঁকা রয়েছে। এই জমির উপর কুদৃষ্টি পড়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যানের ভাগ্নে, একাধিক মামলার আসামী, জমি জবরদখলকারী বেলায়েত আলী সানার ছেলে মাসুম বিল্লাহ’র। তার সহযোগীতা করে চলেছে সুন্দরবনের বনরাজ নামে খ্যাত হাবিব মাষ্টার, হাবিবুল্লাহ, আবুল কালাম, মোঃ শফিকুল ইসলাম, আব্দুল হামিদ সানা।

আমার এই জমি জবর দখল করার জন্য দীর্ঘদিন ধরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমির দখল পাবার জন্য তারা আমাকে জীবন নাশেরও হুমকি দিয়েছে। তিনি বলেন, আমি বর্তমানে সাতক্ষীরা জেলায় একটি স্কুলে শিক্ষকতা করি। সব সময় আমি আমার বাড়িতে থাকতে পারি না। এই সুযোগে সন্ত্রাসীরা আমার জমি অবৈধভাবে দখল করে নেয়ার পায়তারা করছে। আমি প্রশাসনের কাছে সন্ত্রাসীদের হাত থেকে আমার জমি ও জানমালের নিরাপত্তা দাবি করছি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *