সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ
দ. প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের উদ্যোগে ‘শেখ সোহেল অক্সিজেন ব্যাংক’ আয়োজনে বিসিবি’র পরিচালক শেখ সোহেল এর পক্ষ থেকে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী বিতরণ এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, যুবনেতা শাকিল মালিক, কাজী কামাল হোসেন, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, ওয়াহিদুজ্জামান গোলাপ, কাজী মাসুম রশিদ, জহিরুল ইসলাম রানা, ছাত্রনেতা তরিকুল ইসলাম সুমন, জাকিয়ার রহমান ওমান, আরাফাত হোসেন মিয়া, মাহামুদুল ইসলাম সুজন, আমিনুল ইসলাম শাওন, আবু দাউদ রনি, শংকর, সোলায়মান কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বজিৎ দে মিঠু ও রতন কুমার নাথ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ