April 20, 2024
আঞ্চলিক

সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের ঈদ সামগ্রী বিতরণ

শহরে সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মে দিবসের আলোচনা ও দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় পুরাতন সাতক্ষীরাস্থ সন্তোষ’র মোড়ে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. সাজ্জাত হোসেন, সঞ্জয় দাশ, মো. আতিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (বাবু), আব্দুস ছালাম প্রমূখ। এ সময় সংগঠনের সহ-কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, মহিলা সম্পাদিকা শেফালী পারভীন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. মাহবুবর রহমান, সদস্য মো. তরিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মুনিরুজ্জামান (মনি)।

বক্তারা বলেন, শ্রমিকদের ঘরে দু’মুঠো খাবার না থাকলেও লোকচক্ষুর ভয়ে তারা কারো কাছে মাথা নত করে না। সেই সকল শ্রমিকদের চিহ্নিত করে আজকের স্মরণীয় দিনে আমরা তাদের হাতে সামান্যতম ঈদ সামগ্রী তুলে দিতে পেরে আনন্দিত। বক্তারা আরও বলেন,  আজ ১৩৬ তম মহান মে দিবস। অথচ এতো বছর পরেও কল-কারখানা ও প্রতিষ্ঠানে ৮ ঘন্টা কর্ম দিবস বাস্তবায়ন, শ্রমিক ছাঁটাই, ন্যায্য মজুরি, বাধ্যতামূলক ওভার টাইম, কর্মক্ষেত্রে নিরাপত্তা, কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা,  শ্রম আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল, কর্মক্ষেত্রে হয়রানি ও যৌন হয়রানি বন্ধ, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সার্বজনীন পেনশন, রেশনসহ শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তাবায়ন হয়নি। উপরোক্ত দাবিগুলো বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *