April 25, 2024
জাতীয়

সংসদের প্রথম অধিবেশন চলবে ১১ মার্চ পর্যন্ত

দক্ষিণাঞ্চল ডেস্ক
একাদশ সংসদের চলমান প্রথম অধিবেশন আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে। গতকাল সোমবার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, হাসানুল হক ইনু, ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশ নেন।
গত ৩০ জানুয়ারি শুরু হয় সংসদের এই অধিবেশন। ওই দিন নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের জন্য তাকে ধন্যবাদ দিতে প্রস্তাব তোলেন। তার এই প্রস্তাবের ওপর সংসদে এখন আলোচনা চলছে।
এরপর ৩ ফেব্র“য়ারি কার্যউপদেষ্টা কমিটি গঠন করা হয়। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের অধিবেশনের মেয়াদকাল নির্ধারণসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে জানানো হয়, ৩ মার্চ পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর মোট ১১৫ জন সংসদ সদস্য ৩৩ ঘন্টা ৪৭ মিনিট আলোচনা করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *