May 1, 2024
আন্তর্জাতিক

সংঘর্ষে আর্মেনিয়ার ১৩৫, আজারবাইজানের ৭১ সেনা নিহত

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানিয়েছেন, গত সপ্তাহে আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে তাদের ১৩৫ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানান তিনি।

পার্লামেন্টে দেওয়া এক ভাষণে এসব তথ্য জানান নিকোল পাশিনিয়ান। পরে পার্লামেন্টের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি (ইএনএ)।

এর আগে গত বুধবার (১৪ সেপ্টেম্বর) পাশিনিয়ান জানান, তাদের ১০৫ সৈন্য আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছিলেন।

আজারবাইজানের রাজধানী বাকু ও আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান সংঘর্ষের ঘটনায় একে অপরকে দোষারোপ করছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, সাম্প্রতিক সংঘর্ষে তাদের ৭১ সেনা নিহত হয়েছেন। আর্মেনিয়ার বিরুদ্ধে দেশটি বড় আকারের উস্কানির অভিযোগ তুলেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আর্মেনীয় বাহিনী মাইন স্থাপন করেছিল। আজারবাইজানি অবস্থানগুলো নির্বিচারে গুলিও চালিয়েছে।

২০২০ সালে ছয় সপ্তাহের যুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষ হয়। এতে হাজার হাজার মানুষ মারা গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *