May 2, 2024
জাতীয়

সংকট কাটাতে চার দেশ থেকে আমদানি হচ্ছে পেঁয়াজ

দক্ষিণাঞ্চল ডেস্ক

সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ভারতের পাশাপাশি মিয়ানমার, তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানি শুরু করা হয়েছে। এর মধ্যে মিয়ানমারের পেঁয়াজ দেশের বাজারে ঢোকা শুরু করেছে। আর তুরস্ক ও মিশর থেকে আনার জন্য এলসি খোলা হয়েছে। কিছুদিনের মধ্যে এসব দেশের পেঁয়াজ দেশের বাজারে প্রবেশ করবে। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজের আমদানিকারক ও পাইকারি-খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বাজার দর সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক বৈঠকে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পেঁয়াজের আমদানিকারক ও ব্যবসায়ীদের নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহŸান জানান সচিব। তিনি বলেন, পেঁয়াজ আমদানি ও বাজারজাত সহজ ও দ্রুত করতে সরকার ইতোমধ্যে সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং তদারকি জোরদার করেছে।  প্রতিবেশী ভারত প্রতি মেট্রিক টন পেঁয়াজের মিনিমাম এক্সপোর্ট প্রাইজ (এমইপি) ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৮৫২ ডলার নির্ধারণ করার কারণে বাংলাদেশে পেঁয়াজের আমদানি মূল্য বেড়ে গেছে। এ কারণে সরকারের আহŸানে ব্যবসায়ীরা এখন মিয়ানমার থেকে প্রতিদিন উলে­খযোগ্য পরিমাণ পেঁয়াজ আমদানি করছে। প্রতিদিন আমদানির পরিমাণ বাড়ানো হচ্ছে। অভ্যন্তরীণ বাজারগুলোতেও দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। পাশাপাশি মিশর ও তুরস্ক থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির এলসি খোলা হয়েছে, কিছুদিনের মধ্যে এগুলো বাংলাদেশে এসে পৌঁছাবে।  ভারত থেকেও নতুন পেঁয়াজ শীঘ্রই বাজারে আসছে।

তিনি বলেন, দেশে পেঁয়াজের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনও বাজারেই পেঁয়াজের ঘাটতি নেই। তাই ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, মূল্য দ্রুত কমে আসছে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব শাখাওয়াত হোসেন, টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, ট্যারিফ কমিশনের সদস্য আবু রায়হান আল-বেরুনী, চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. ইদ্রিস, ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম এবং মো. মিজানুর রহমান, শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক হাজি মো. মাজেদ, মো. হাবিবুর রহমান, মো. হাফিজুর রহমান, নারায়ণ চন্দ্র রায়, উত্তম কুমার সাহা, মো. আব্দুল মান্নানসহ কৃষি স¤প্রসারণ অধিদফতর ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *