April 20, 2024
জাতীয়

শ্লীলতাহানির মিথ্যা মামলা করায় গৃহবধূকে দণ্ড

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাঙামাটিতে ভাসুর ও তার ছেলেদের বিরুদ্ধে শ্লীলতাহানিসহ মারধরের মিথ্যা মামলা করায় এক গৃহবধূকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম এএনএম মোরশেদ খান তাকে এই সাজা দেন। এছাড়া আদালত তাকে এক হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও সাত দিন কারাগারে থাকতে হবে। সাজাপ্রাপ্ত ঝর্ণা কর (৪৫) রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুর এলাকার বাসিন্দা।

ওই আদালতের বেঞ্চ সহকারী মো. মনজুরুল ইসলাম জানান, ২০১৫ সালের ২৯ জুলাই ঝর্ণা কর কোতোয়ালি থানায় তার আপন ভাসুর নেপাল কর (৭৫) ও ভাসুরের দুই ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানিসহ মারধরের মামলা করেন। পুলিশ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিচার শেষে গত ২৩ ডিসেম্বর আদালত সব আসামিকে খালাস দেয়।

বেঞ্চ সহকারী বলেন, মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত বাদীকে কারণ দেখাতে বলে। কিন্তু বাদী হাজির হননি। এ কারণে আদালত তাকে এই সাজা দেয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *