April 19, 2024
খেলাধুলা

শ্রীলঙ্কায় কোনো ‘চাপে নেই’ মুমিনুলরা

সব ফরম্যাট মিলিয়ে টানা ৮ হারের লজ্জা কাঁধে নিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেছে টাইগাররা। স্বাভাবিকভাবেই ভীষণ চাপে থাকার কথা সফরকারীদের

কিন্তু টাইগার টেস্ট দলপতি মুমিনুল বলছেন, তিনি বা তার দল কোনো চাপ অনুভব করছে না!

২০২১ সালের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ০-২ এবং দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে একই ব্যবধান হেরে এসেছে তারা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে উইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজ ড্র করে এসেছে লঙ্কানরা।

অন্যদিকে দেশের বাইরে বাংলাদেশ দলের টেস্ট পরিসংখ্যান মোটেই ভালো নয়। সর্বশেষ ৯ টেস্টের ৮টিতেই হেরেছে টাইগাররা। এর মধ্যে ৫টি হেরেছে ইনিংস ব্যবধানে। এমনকি আফগানিস্তানের মতো নবীন টেস্ট দলের বিপক্ষেও ঘরের মাঠে হেরেছেন মুমিনুলরা। আরে বিদেশের মাটিতে তো অবস্থা আরও খারাপ। দেশের বাইরে বাংলাদেশের সবশেষ টেস্ট জয় শ্রীলঙ্কাতেই, ২০১৭ সালে।

গত ফেব্রুয়ারিতে দেশের মাটিতে উইন্ডিজেরই তৃতীয় শ্রেণির দলের কাছে টেস্টে ধোলাই হওয়ার মতো বড় লজ্জা পেতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু তারপরও দলে কোনো চাপ নেই বলছেন মুমিনুল।

মঙ্গলবার (২০ এপ্রিল) মুমিনুল বলেন, ‘আমি তো কোনো চাপেই নেই। দলও কোনো চাপে নেই। আমরা এখানে জেতার জন্য এসেছি। পুরোপুরি চেষ্টা করব জেতার জন্য। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা সবশেষ দুটি টেস্টে ভালো করতে পারিনি। তবে আগেও বলেছি, ক্রিকেটে আগে কি হয়েছে, এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনে যদি আমাদের প্রক্রিয়া ঠিক থাকে, আমরা জয় নিয়ে ফিরতে পারব। ‘

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *