December 21, 2024
জাতীয়

শৈলকুপায় ট্রাকচাপায় ভ্যান চালকের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপার পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় রেজাউল ইসলাম (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে শিক্ষা অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল উপজেলার হাকিমপুর গ্রামের মইজুদ্দিনের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, শিক্ষা অফিস মোড়ে ক্ষতিগ্রস্ত কালভার্ট পার হওয়ার সময় পেছন থেকে একটি ভ্যান রেজাউলকে ধাক্কা দেয়। এতে রেজাউল ভ্যান থেকে ছিটকে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ট্রাকের গতিরোধ করে ড্রাইভারকে আটক করে পুলিশে দেয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *