শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৯৪১ প্রাণহানি
শেষ ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে নতুন করে আরও ৯৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৮০৩ জনে দাঁড়ালো।
শুক্রবার (১২ জুন) মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ্মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, জনস হপকিন্সের টালি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২০ লাখ ২২ হাজার ৪৮৮ জনে।
সারা বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অধিক মানুষের নমুনা পরীক্ষার ফলে যুক্তরাষ্ট্রে এতো বেশি সংখ্যক করোনা শনাক্ত হচ্ছে বলে সংশ্লিষ্টদের মত। অন্যান্য দেশগুলোতে নমুনা পরীক্ষার সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক অনেক কম। সে কারণেই সে সব দেশে শনাক্তের সংখ্যাও কম দেখা যাচ্ছে।
এখনও করোনা সংক্রমণ ওপরের দিকেই আছে দেশটিতে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক অচলবস্থা কাটাতে লকডাউন তুলে নেওয়া বা শিথিল করা নতুন করে সংক্রমণ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ লাখে গিয়ে দাঁড়াতে পারে বলে সম্প্রতি আশঙ্কা জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য সংস্থা ‘হার্ভার্ডস গ্লোবাল হেলথ ইন্সটিটিউট’র প্রধান আশিস ঝাঁ।
আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের মতে, যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত ২০ লাখের মধ্যে এরই মাঝে প্রায় ৮ লাখ ১০ হাজারের বেশি মানুষ সেরে উঠেছেন। বাদবাকিদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ১৬ হাজারের কিছু বেশি মানুষ।