April 19, 2024
আঞ্চলিকলেটেস্ট

‘শেখ হাসিনা প্রমাণ করেছেন নারী নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়া সম্ভব’

খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন নারী নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়া সম্ভব। নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বাস করেন এবং তা বাস্তবায়ন করেছেন। দেশের প্রধানমন্ত্রী এবং স্পীকার একই সাথে নারী পৃথিবীতে আর নেই। প্রধানমন্ত্রী, স্পীকার, সংসদ উপনেতা এবং বিরোধী দলীয় নেতা চার নারী নেতৃত্বের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের পার্লামেন্ট চলছে। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা সাড়ে তিনশো একর জমির উপর মোংলায় ইপিজেড করেছিলো। বিএনপি ক্ষমতায় এসে ইপিজেড বন্ধ করে দিয়েছিলো। এখন ইপিজেডে ৫ হাজার নারী কাজ করে। এটা কেবলমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষেই সম্ভব।
বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলার আমড়াতলা বাজারে সোনাইলতলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সোনাইলতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার হুমায়ুন কবীর। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম।
কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম নার্জিন, ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান ছোটমনি, উৎপল মন্ডল, তরফদার মোত্তালিব মুক্ত, মোঃ আবু হানিফ, অধ্যাপক শামসু মোহাম্মদ, পৌর কাউন্সিলর এস এম কবির হোসেন, পৌর কাউন্সিলর শরিফ হোসেন, পৌর কাউন্সিলর কাউন্সিলর হাওলাদার শরিফুল ইসলাম, যুবলীগ নেতা হাওলাদার সিরাজুল ইসলাম, সবুজ হাওলাদার প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *