November 25, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে : সিটি মেয়র

 

আ’লীগ নেতা মঞ্জুর মোর্শেদ খান লাবুর মৃত্যুবার্ষিকী পালিত

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সারাদেশে আওয়ামী লীগ যখন রাজনৈতিকভাবে শক্তিশালী ঠিক সেই সময় বিএনপি-জামায়াত জোট সরকার স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে এবং আওয়ামী লীগের মেধাবী রাজনীতিকদের বেছে বেছে হত্যা করেছে। তেমনিভাবে সারাদেশের ন্যায় খুলনার রাজনীতিতে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান ছিল শক্তিশালী। সেকারনেই বিএনপি-জামায়াত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাÐে ঈর্ষান্বিত হয়ে হত্যাকান্ড শুরু করে। তাদের প্রতিহিংসার শিকার হন মঞ্জুরুল ইমাম, সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মঞ্জুর মোর্শেদ খান লাবু, কামরুল ইসলাম কুটু, সাংবাদিক হারুনুর রশীদ খোকন, মানিক চন্দ্র সাহার মতো সাহসী ও মেধাবী বুদ্ধিজীবী এবং নেতৃবৃন্দকে।

তিনি আরও বলেন, লাবু সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে বিএনপি-জামায়াতের ভীত নড়ে যায়। ওরা রাজনৈতিকভাবে পরাজিত হতে থাকে। সেকারণেই বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চরমপন্থী সন্ত্রাসীদের দিয়ে বোমা হামলা করে লাবুকে নির্মমভাবে হত্যা করে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষকে নিরাপত্তা দিতে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান লাবুর ১৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, খালিশপুর থানা আ’লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, ১৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া।

নগর আ’লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যা. আলমগীর কবির, এ্যাড. অলোকানন্দা দাস, মো. মফিদুল ইসলাম টুটুল, নুর মোহাম্মদ শেখ, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব হোসেন, মীর বরকত আলী, মো. সফিকুর রহমান পলাশ, মো. আমির হোসেন, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী নীপা, মো. জাহিদুল হক, সরদার আব্দুল হালিম, মো. জাকির হোসেন, মো. রুহুল আমিন, এমরানুল হক বাবু, ফয়েজুল ইসলাম টিটো, মীর মো. লিটন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, আলী আকবর মাতুব্বর, মো. মোক্তার হোসেন, হাবিবুর রহমান দুলাল, তোতা মিয়া ব্যাপারী, মো. আব্দুল কাদের, কবির পাঠান, আলমগীর মল্লিক, আফরোজা জেসমিন বিথী, সাবিহা ইসলাম আঙ্গুরা, মেহজাবিন খান, অভিজিৎ চক্রবর্তী দেবু, মো. শহীদুল হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে লাবু’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, হাফেজ রফিকুল ইসলাম ও হাফেজ আব্দুর রহিম।

এর আগে সকাল ৯টায় নগর আ’লীগ, সোনাডাঙ্গা থানা আ’লীগ, ১৯নং ওয়ার্ড আ’লীগ, ১৯নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ শেখপাড়া বিদ্যুৎ স্কুলের সামনে অকুস্থলে লাবুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৯টায় শেখেরগা জামে মসজিদে শহিদ মঞ্জুর মোর্শেদ লাবুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার মজিবর রহমান, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আ’লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, নুর মোহাম্মদ শেখ, সোনাডাঙ্গা থানা আ’লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, যুবলীগের আহŸায়ক সফিকুর রহমান পলাশ, থানা আ’লীগ নেতা শরীফ এনামুল কবির, মো. আমির হোসেন, চ ম মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, নুর ইসলাম, মো. জাহিদ হোসেন, মো. মোতালেব হোসেন, টি এম আরিফ, মো. মোক্তার হোসেন, মো. রুহুল আমিন,  মামুন চৌধুরী, সোহেল চৌধুরী, আলী আকবর মাতুব্বর, তোতা মিয়া ব্যাপারী, মেহজাবিন খান, মো. আলমগীর মল্লিক, মো. শহীদুল হাসান, হাসান শেখ প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *