November 28, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

শেখ সোহেল ও তার স্ত্রীর সুস্থতা কামনায় নগরীর বিভিন্ন মসজিদে যুবলীগের দোয়া

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবি পরিচালক এবং বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল ও তার সহধর্মিনী শাহারিন জাহরা হায়দার করোনা আক্রান্ত। বর্তমানে তারা ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার বাদ জুম্মা নগরীর ৩১টি ওয়ার্ডে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগর যুবলীগ ও এর অন্তর্গত থানা ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ এ সকল দোয়ার আয়োজন করেন।
নগরীর ২২নং ওয়ার্ডে নতুন বাজার বনিক সমিতির কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মফিদুল ইসলাম টুটুল, রুনু ইকবাল বিথার, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মশিউর রহমান সুমন, অভিজিৎ পাল, বাদল সিপাহী, রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ। এছাড়াও সাবেক যুবলীগ নেতা শহীদ ইকবাল বিথারেরর আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদেও দোয়া অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, মোস্তফা শিকদার, মশিউর রহমান সুমন, তাজদিকুর রহমান জয়, অভিজিৎ পাল, জব্বার আলী হীরা, আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, সোহান হোসেন শাওন, নিশাত ফেরদাউস অনি প্রমুখ। এ সময় নগর শ্রমিক লীগের সাবেক সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মোঃ আব্দুস সোবহান এর আত্মার শান্তি কামনায়ও দোয়া অনুষ্ঠিত হয়।
গল্লামারী জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, মোস্তফা আল মামুন প্রবাল, জামাল শেখ, মন্টু প্রমুখ। ২৩নং ওয়ার্ডের তালতলা জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, আব্দুল কাদের শেখ প্রমুখ। ২৪নং ওয়ার্ডের ইকবাল নগর জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধন আহমেদ, নগর যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, ডলাম, মুরাদ, ফরিদ, মুকুল, রাজীব প্রমুখ।
এছাড়াও নগরীর ২৭নং ওয়ার্ডের আরাফাত ও রসুলবাগ মসজিদ, নগরীর ৩১নং ওয়ার্ডের বাইতুল আমান জামে মসজিদ, নগরীর ২০নং ওয়ার্ডের প্রতিটি মসজিদ, নগরীর ২৯নং ওয়ার্ড যুবলীগের ট্যাংক রোড জামে মসজিদ, টিবি ক্রস রোড জামে মসজিদ, রহমানিয়া মসজিদ, মসজিদে তৈয়বা, বাইতুল সড়ক জামে মসজিদ, আলীয়া মাদ্রাসাা জামে মসজিদ, বেল্লাল জামে মসজিদ, জিহাদী জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। নগরীর ৫ থানার ৩১টি ওয়ার্ডের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *