April 23, 2024
জাতীয়

শুরুতে গলদ, ইভিএম পাল্টে নেওয়া হলো ভোট!

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৮টা থেকে নগরীর ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে চলছে ভোট। সকালে নগরীর ৫নং ওয়ার্ড কুমিল্লা হাইস্কুল মহিলা ভোটার কেন্দ্রে শুরুতেই ইভিএম ভোটিং মেশিনে দেখা দিয়েছে সমস্যা। ৬টি বুথের ১নং বুথে ইভিএম মেশিনটি বিকল হয়ে যায়। যার কারণে ৪২ মিনিট কোনো ভোট কাস্টিং হয়নি এই বুথে।

পরে মোবাইল কারিগরি টিমের সদস্য এসে বিকল মেশিনটি পরিবর্তন করে দিলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

ইভিএম কারিগরি মোবাইল টিমের সদস্য আবদুল আজিজ নোমান, এখানে মনিটরে সমস্যা হচ্ছিলো, তারপর দেখলাম মেশিনেও সমস্যা। তারপর আমরা পুরো মেশনটি পাল্টে দিয়েছি।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফজলুল করিম জানান, শুরুতে এখানে ভোটিংটা মনিটরে দেখা যাচ্ছিলো না। আমরা দ্রুত মোবাইল কারিগরি টিমকে খবর দেই৷ এখন মেশিন ঠিক আছে। ভোট স্বাভাবিক চলছে।

প্রসঙ্গত, ৫নং ওয়ার্ডে দুটি কেন্দ্র রয়েছে। কুমিল্লা হাইস্কুল কেন্দ্রে নারীদের ভোট নেওয়া হচ্ছে। এখানে এক হাজার ৯০০ নারী ভোটার রয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *