শুভ বড়দিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ঐক্য পারিষদ ও ছাত্র ঐক্য পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে খুলনা কয়লাঘাট ব্যাপ্টিষ্ট চার্চ প্রাঙ্গণে শুভ বড়দিন-২০১৯ উপলক্ষে গতকাল বিকেল ৪টায় দুস্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ, কেক কাটা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগরের সভাপতি বিশ্বজিৎ দে মিঠু।
সভায় বক্তব্য রাখেন পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগরের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, খুলনা এবিসিএস-এর সভাপতি মিথিলেশ বৈরাগী, সেন্ট যোসেফ্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মণ্ডল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও পূজা উদযাপন পরিষদ, দৌলতপুর থানার সভাপতি তিলক গোস্বামী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের কাউন্সিলর সঞ্জয় চৌধুরী টিটু, কয়লাঘাট ব্যাপ্টিষ্ট চার্চ-এর সাধারণ সম্পাদক এ্যাডসন পল হাজরা, গৌতম লস্কর, রতন দেবনাথ, মিতা বাগচি, বিপ্লব সাহা লব, রামচন্দ্র পোদ্দার, বাবু শীল, ডাঃ বিবেকানন্দ ঢালী, অলক দে, উজ্জ্বল ব্যানার্জী, দিবাকর সাহা, মিঠুন বিশ্বাস, জয়ন্তী ঘোষ, বাদল দে, তত্ত¡ী ধর, পাপ্পু সরকার, রানা বিশ্বাস, সুদীপ্ত চক্রবর্তী, সনেট বৈদ্য, অমিত ঘোষ, বরীন দাস, প্রণব চক্রবর্তী, সঞ্জয় সরকার, বাবুল নন্দী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিন্দ্য সাহা ও ছাত্র ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার যুগ্ম আহŸায়ক সাগর বালা।