শুধু প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নয় শিক্ষার মান বাড়াতে হবে
ফুলতলায় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ
ফুলতলা প্রতিনিধি
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বিশ্বব্যাপী কোভিড-১৯ এ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালিন সময়ে শিক্ষার্থীদেরকে মোবাইল, ফেসবুক ও মাদকাসক্ত থেকে দূরে থেকে খেলার মাঠ এবং পড়ার টেবিলেই থাকতে হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত, একাডেমিক ভবন ও ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত হবে। শুধু প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার মান বাড়াতে হবে।
তিনি শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনার ফুলতলা উপজেলার পঠিয়াবান্দা শুক্লা স্মরণিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্প্রসারিত চতুর্থতলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মৃনাল হাজরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ নেতা বিএমএ সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, আওয়ামীলীগ নেতা আবু তাহের রিপন। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমচাঁদ দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সাধারণ সম্পাদক বিমান নন্দী, প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, সাবেক প্রধান শিক্ষক গাজী ফজলুল হক, সরদার মনিরুল ইসলাম, শাপলা সুলতানা লিলি, সাহিদা ইসলাম নয়ন, সুশান্ত বৈরাগী, রোস্তম আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা সুবোধ বসু, আলী আজগর বিশ্বাস, রিপন বৈরাগী, ইউপি সদস্য আতিয়ার রহমান প্রমুখ। এর পর দুপুর ২টায় দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক এসএমএ হালিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ