শিশু অংগন বিদ্যানিকেতন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন চত্তরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ১৩টি ইভেন্টে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরে বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজা জামান শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসন এর সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা। বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব শেখ নজরুল ইসলাম, সাংস্কৃতিক ফাউন্ডেশন এর সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুখার্জী রবিন্দ্র নাথ, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আঃ রব, জেলা স্কাউটস এর সহকারী কমিশনার শেখ সাকির হোসেন, কে এন কে এসএর নির্বাহী পরিচালক অনিতা রায় প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরন করেন।