শিরোমনিতে সেনা সদস্যের লিঙ্গ কর্তনের ঘটনায় স্ত্রী কারাগারে
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার শিরোমনি মধ্যপাড়া এলাকার মৃত আহম্মেদ শেখের পুত্র সেনা সদস্য আলামিন শেখ (৩৫) এর লিঙ্গ কাটার ঘটনায় ব্যবহৃত বটি নিজ বাড়ি থেকে শনিবার দুপুর ১টায় উদ্ধার করেছে পুলিশ।
মামলার তদন্তকারি কর্মকর্তা খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এস আই শওকত মাহমুদ জানান, শনিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে নিজের দোষ স্বীকার করেছেন আলামিনের স্ত্রী সুবর্ণা। এ ঘটনায় সেনা সদস্য আলামিনের বড় ভাই সুলতান শেখ বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছে, মামলা নং-০৩।
আলামিনের বড় ভাই সুলতান শেখ বলেন, শুক্রবার রাত ১টায় আলামিনকে উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকা সি এম এইচ হাসপাতালে নেওয়া হয়, বর্তমানে সে শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৫টায় আলামিনের স্ত্রী সুবর্ণা বেগম সেমাই রান্না করে কৌশলে তার ভিতরে ঘুমের ঔষধ দিয়ে স্বামীকে অচেতন করে সেনা সদস্য আলামিনের পুরুষাঙ্গ ধারালো বটি দিয়ে কেটে ফেলার পর গলায় পোচ দেয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ