December 27, 2024
আঞ্চলিক

শিরোমণি তুলাপট্টিতে আগুনে ৬টি দোকান ভূষ্মিভুত

খানজাহান আলী থানা প্রতিনিধি

শিরোমণি বাজারের তেতুলতলা তুলাপট্টিতে মঙ্গলবার ভোরে ৬টি দোকান আগুনে সম্পুর্ণ ভূষ্মিভূত হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অল্পের জন্য গ্যাস সিলিন্ডারের দোকান রক্ষা পাওয়ায় ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে শিরোমণি বাজারের ব্যবসায়ীরা। বাজার মসজিদের মাইকে ঘোষনা দিয়ে স্থানিয়রা এবং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ফায়ার সার্ভিস আগুন লাগার সুত্রপাত জানাতে পারিনি ।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর সোয়া ৫টায় ফজরের নামাজ পড়ে ফেরার সময় শিরোমণি তুলাপট্টিতে আগুন জ্বলতে দেখে বাজার মসজিদের মাইকে আগুন লাগার ঘোষনা দিলে স্থানিয়রা এগিয়ে আসে। পরে খানজাহান আলী থানা এবং দৌলতপুর থানার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটি ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই বাজারের আলফাজ সরদারের তুলার গোডাউন, লাভলুর ফার্ণিসারের দোকান, দিপকের কামার শালা,মানিকের চায়ের দোকান, হাসান ও বিরুর দুটি পান দোকান সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তুলার গোডাউনের মালিক আলফাজ সরদার জানান তার গোডাউন ভর্তি লেপ/তোষকের তুলা ছিল প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সব থেকে বেশি ক্ষতি হয়েছে ফার্ণিসারের দোকানের। দোকান মালিক লাভলু জানান, তার দোকানে বিভিন্ন জনের অর্ডরি ফার্ণিসার ছিলো সব মিলিয়ে প্রায় ৩লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। দিপকের কামারের দোকানে প্রায় ৩০ হাজার টাকা, মানিকের চা দোকানের প্রায় ২০ হাজার টাকা, হাসানের ও বিরুর পান-সিগারেটের দোকানের প্রায় ১৫ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া নজরুলের গ্রীলের দোকানে আগুনে আংশিক ক্ষতি হয়েছে। বাজারের ব্যবসায়ী খোকন জানান, মাত্র দুটি দোকান পরে আতিকুলের গ্যাস সিলিন্ডারের দোকান সেখানে আগুন লাগলে শিরোমণি বাজারে আগুন ছড়িয়ে পড়ত এবং ব্যাপোক ক্ষয়ক্ষতির সম্ববনা ছিলো। উল্লেখ্য, কয়েক মাস আগে এই স্থানে একই সময়ে আগুনের ঘটনা ঘটে বলে স্থানিয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *