April 20, 2024
জাতীয়

শিবিরের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ২৩

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

যশোরের মণিরামপুরে ইসলামী ছাত্র শিবিরের গোপন বৈঠকে পুলিশ হানা দিয়েছে। এসময় চারটি বোমা, সাংগঠনিক বই ও ব্যানারসহ ২৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার যশোরের মনিরামপুরের হায়াতপুর-শাহপুর হাফিজিয়া মাদরাসায় গোপন বৈঠককালে পুলিশ তাদের আটক করেছে।

মণিরামপুর থানার ওসি (তদন্ত) এসএম এনামুল হক বলেন, চালুয়াহাটির হায়াতপুর-শাহপুর হাফিজিয়া মাদরাসায় শিবিরের বৈঠক চলছে এমন খবরে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ২৩ নেতা-কর্মীকে পুলিশ আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি বোমা, একটি ব্যানার ও সংগঠনের কিছু বইপুস্তক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

আটকেরা হলেন- যশোর জেলা ইসলামী ছাত্রশিবিরের পূর্ব শাখা প্রকাশনা সম্পাদক আব্দুল­াহ, খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর কলেজের প্রভাষক মনিরুল ইসলাম, যশোর মশিয়ুর রহমান আইন মহাবিদ্যালয়ের ছাত্র শামীম হোসেন, কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামের হাবিব হাসান, ভাল­ুকঘর গ্রামের বিল­াল হোসেন, মির্জানগর গ্রামের সিরাজুল ইসলাম, মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের রাসেল কবির, হানুয়ার গ্রামের এনামুল, খালিয়া গ্রামের আবু মুছা, শ্যামকুড় গ্রামের আহাদ, নোয়ালী গ্রামের সাজিম হোসেন, নেংগুড়াহাট গ্রামের ইয়াছিন আরাফাত, শাহপুর গ্রামের নাজমুস সাকিব, খেদাপাড়ার গোলাম আযম, গালদা গ্রামের খালিদুর রহমান, পারখাজুরা গ্রামের সাইফুল ইসলাম, রোহিতার মাহাফুজ, হাজরাকাটি গ্রামের মেহেদী ও বাপ্পি হোসেন, রতেœশ্বরপুর গ্রামের মনিরুল ইসলাম ও ইসরাফিল হোসেন, মদনপুর গ্রামের মাছুম বিল­াহ।

স্থানীয় হায়াতপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল পরিবর্তন ডটকমকে জানান, হায়াতপুর-শাহপুর হাফিজিয়া মাদ্রাসাটি মূলত স্থানীয় জামায়াত নেতা সহকারী অধ্যাপক সেলিম জাহাঙ্গীর পরিচালনা করেন। শুক্রবার বেলা ১১টার দিকে কেশবপুরসহ বিভিন্ন এলাকা থেকে শিবির নেতাকর্মীরা এসে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে গোপন বৈঠক করছিলো। খবর পেয়ে পুলিশ ২৩ জনকে আটক করেছে বলে জানতে পেরেছি।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা লিয়াকত হোসেন দাবি করেন, রমজানের পবিত্রতা নিয়ে করণীয় নির্ধারণে প্রতিবছরই ছাত্রশিবির নেতাকর্মীদের নিয়ে বৈঠকের আয়োজর করে। শুক্রবার সকালে হায়াতপুর-শাহপুর হাফিজিয়া মাদরাসায় আলোচনা সভা চলছিল। খবর পেয়ে পুলিশ কয়েকজনকে আটক করেছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *