শিক্ষা সহায়ক স্বপ্নপূরণের সাধারণ সভা অনুষ্ঠিত
খানজাহান আলী থানা প্রতিনিধি
হতদরিদ্রদ, অসহায়, ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় কাজ করা ব্যতিক্রমি সেবামূলক সামাজিক সংগঠন শিক্ষা সহায়ক স্বপ্নপূরনের ৩য় সাধারণ সভা গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় কুয়েট ক্যাম্পাসে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক প্রফেসর ড. মো. রাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোনালী বিনতে শরীফের পরিচালনায় সভায় বক্তৃতা করেন, সংগঠনের সদস্য খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি স্কুলের প্রধান শিক্ষক আয়শা সিদ্দিকা, শেখ আমিনুল ইসলাম, মো. শফিউদ্দিন শফি, স্বাগতম মল্লিক, মীর রফিকুল ইসলাম, নকিব আহম্মেদ, মাষ্টার মো. তালেবুর রহমান রাকিব, শাহেদুজ্জামান শেখ, শফিক, মো. পারভেজ আলম।
সভায় এ যাবতকাল সহায়তা গ্রহনকারী শিক্ষার্থীদের বর্তমান লেখা-পড়ার বিষয়ে পর্যালোচনা ও মেধাবী শিক্ষার্থীদের পরিধি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং বিভিন্ন স্কুল মনিটরিং ও সিলেকশন কমিটি গঠন করা হয়।