April 10, 2024
জাতীয়লেটেস্ট

প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন

প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে এবছর ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন। সব মিলে এবার প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন।

সচিবালয়ে রোববার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন।

প্রাথমিক শিক্ষায় তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে। তারা টুলস ঠিক করবে। পরীক্ষা উঠে গেলেও মূল্যায়ন পদ্ধতি থাকবে বলে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

তবে ৪র্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষা যথাযথভাবে চলবে বলেও জানানো হয়।

এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আক্রাম আল হুসাইন বলেন, কোচিংয়ের বিরুদ্ধে সারাদেশে অভিযান চলছে। জেলা প্রশাসকের নেতৃত্বে এ অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *