শহীদ শেখ কামালের জন্মদিনে নগর ও জেলা আ’লীগের স্মরণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও মিলাদ মাহফিল করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে গতকাল বাদ মাগরিব দলীয় কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান ও খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ স্মরণ সভা পরিচালনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী, খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, এমডিএ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, শেখ মো: ফারুখ আহমেদ, কামরুজ্জামান জামাল, শ্যামল সিংহ রায়, খন্দকার মুজিবুর রহমান, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মকবুল হোসেন মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, জোবায়ের আহমেদ খান জবা, অধ্যাপক মিজানুর রহমান, হাফেজ মো: শামীম, মো: মফিদুল ইসলাম টুটুল, নূর মোহম্মদ, কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলাম, মোজাম্মেল হক হাওলাদার, হুমায়ুন কবির ববি, আবুল কাশেম মোল্লা, অধ্যক্ষ আব্দুস সালাম, মালিক সরোয়ার, রনজিত কুমার ঘোষ, মোতালেব হোসেন, শফিকুর রহমান পলাশ, মো: মনিরুজ্জামান খান খোকন, পারভেজ হাওলাদার, আসাদুজ্জামান রাসেল, মো: ইমরান হোসেন, এস এম হোসেনুজ্জামান হোসেন, রনবীর রাড়ৈ সজল, মাসুদ হোসেন সোহান, শাহীন আলম, চয়ন বালা, শাহ আরাফাত রাহিব, রুমান আহমেদ, প্রমুখ। স্মরণ সভা শেষে শেখ কামালের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ শাহেদ হুসাইন।