May 13, 2024
জাতীয়

শরীয়তপুরে অতিরিক্ত মদ্যপানে ব্যবসায়ীর মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

শরীয়তপুরের অতিরিক্ত মদ্যপানে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. আকরাম এলাহি জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে রিপন হাওলাদার (৩০) নামে ওই ব্যক্তি মারা যান।

এ চিকিৎসক বলেন, সোমবার গভীর রাতে রিপনের সঙ্গে মজনু মল্লিক নামে আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। মজনুকে গুরুতর অবস্থায় ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত মদ্যপানের কারণে রিপনের মৃত্যু হয়েছে। রিপন হাওলাদার নড়িয়া উপজেলার নন্দনসার গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে। তিনি চট্রগ্রামে কাপড়ের ব্যবসা করতেন। মজনু একই উপজেলার সিলপাড়া গ্রামের নুরমোহাম্মদ মল্লিকের ছেলে।

রিপনের ভাবি নয়ন তারা বলেন, রিপন দীর্ঘ ১০/১২ বছর ধরে চট্রগ্রামে কাপড়ের ব্যবসা করেন। সেখানে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে থাকতেন। ৫/৬ দিন আগে সে নন্দনসারে বাড়িতে বেড়াতে আসে। মজনুসহ অন্যান্য বন্ধুদের নিয়ে মদ্যপান করে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে রিপন বাড়ি ফেরেন। রাত সাড়ে ১২ টার দিকে রিপনের বুকে প্রচÐ ব্যাথা শুরু হয়। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি কলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিপনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান নয়ন। নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাটি তারা শুনেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *